অপরাধরাজশাহী

বাঘায় এক কৃষকের দুইটি গরু চুরি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘাতে বেড়েছে গরু চুরির ঘটনা। এক রাতেই স্থানীয় আছান উদ্দিন নামের এক কৃষকের বাড়ি গেটের তালা ও গোয়ালঘরের দরজার তালা কেটে দুইটি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দুইটার দিকে বাঘা উপজেলার বাঘা পৌরসভার ৬নং ওয়ার্ডের চক-আহমোদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মৃত এছার ছেলে কৃষক আছান উদ্দিনের গোয়াল ঘর থেকে দুইটি সাড় গরু চুরি হয়। গরু দুইটির আনুমানিক দাম ২ লক্ষ ৫০ টাকা।
এদিন রাতে টের পেয়ে কৃষক ঘুুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার গরু নেই। তাৎক্ষণিক এলাকায় মসজিদের মাইকিং করে চুরির ঘটনা জানালে গ্রামবাসী চোরের দলকে ধাওয়া করে কিন্তু চোরের সন্ধান পায়নি।
ভুক্তভোগী কৃষক আছান উদ্দিন বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার দুইুট গরু চুরি করে নিয়ে যায়। ২ লক্ষ ৫০ হাজার টাকার দুইটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছি।
চক-আহমোদপুর গ্রামের গোলাম মস্তফা বলেন, বাঘা পৌরসভার গ্রামগুলোতে গরু চুরির ঘটনা প্রায়ই ঘটেছে। রাত হলেই বাঘা এলাকাতে গরু চোরদের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তিনি।
বাঘা পৌসেভার মেয়র আক্কাছ আলী জানান, শীতের শেষেদিকে পৌর এলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। প্রায়ই ঘটছে গরুসহ বিভিন্ন চুরির ঘটনা। এখন গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশু চুরি টেকাতে রাত জেগে পাহারা দেন। পাহারা দেওয়ার মাঝেও বৃহস্পতিবার রাতে চক-আহমোদপুর এলাকায় কৃষকের দুইটি গরু চুরি হয়ে গেছে।
বাঘা থানার (ওসি) তদন্ত আব্দুল করিম বলেন, চক-আহমোদপুর গ্রামে এক কৃষকের গোয়াল থেকে দুইটি গরু চুরি হয়েছে। অভিযোগ দিল আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *