বাগমারার নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
বাগমারা প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীগুলোর মধ্যে ছিলো- বিভিন্ন ধরনের খেলা-ধূলা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে কলেজ ক্যাম্পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪, (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক কাঞ্চন রায় চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক মতিউর রহমান মিলন, সহকারী অধ্যাপক বিমান সরকার, প্রভাষক সুব্রত সরকার, প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক বেলাল উদ্দীন, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ওহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন ও মাষ্টার আব্দুল হান্নানসহ আরো অনেকে।