রহনপুর পৌর মেয়রকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁনকে সংবর্ধনা দিয়েছে ইসলামনগর তরুন সংঘ। শুক্রবার রাতে রহনপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়। ইসলামনগর তরুন সংঘের সভাপতি মাহবুব আলম বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত মেয়র মতিউর রহমান খান,সাবেক কাউন্সিলর আশরাফুল হক কাজল, স্থানীয় সমাজসেবক প্রভাষক আনারুল ইসলাম, আলহাজ্ব ইউসুফ আলী,বইউদ্দিন, জাব্বার আলী,মোমিন আলী,সালেক মন্ডল প্রমূখ।
বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংবর্ধিত মেয়র মতিউর রহমান খান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।