বাগমারায় ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি: দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাগমারায় ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। দি এশিয়া ফাউন্ডেশনের রাজশাহীর প্রজেক্ট অফিসার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে সংলাপে অংশ গ্রহণ করেন- সংস্থা রাজশাহীর প্রজেক্ট অফিসার মিতা সরকার, বাগমারার ফিল্ড অ্যাসিসটেন্ট চম্পা রানী রিংকু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুন্ডু, পূজাঁ উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সিংহ, মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, সংস্থার লিড পিস কিপার রাশেদুল হক ফিরোজ, অধ্যাপক অরুন কুমার, প্রধান শিক্ষক নাজমা খাতুন ও প্রভাষক রিনা খাতুন প্রমূখ। সংলাপে ধর্মীয় সম্প্রীতির বর্তমান অবস্থা, ধর্মীয় সংঘাতের ঘটনা, সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতা, আইন শৃংখলা বাহিনীর ভূমিকা, স্থানীয় সূশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা, নারীদের ভূমিকা ও যুব সমাজের ভূমিকা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।