সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস
সিরাজগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হচ্ছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ‘‘মুক্তির সোপানে’’ র্যালী যোগে বিভিন্ন সংগঠন পুস্পস্তবক নিয়ে আসার পর রাত ১২ টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে জেলা পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব ও সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে জেলা সদরের পাশাপশি অন্যন্য উপজেলা গুলোতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পাশাপশি বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালনের খবর পাওয়া গেছে।