ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর উদ্যেগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
দূর্গাপুর প্রতিনিধিঃ ভাষার মাস, ফব্রেুয়ার।ি এই মাস আমাদরে অহংকাররে মাস। আমাদরে চতেনার মাস। বুকরে তাজা রক্ত ঢলেে অধকিার আদায়রে মাস। অনকে প্রাণরে বনিমিয়ে আমরা একটা ভাষা পয়েছেলিাম এই মাস।ে পয়েছেলিাম মাকে মা বলার অধকিার। আমাদরে সইে ভাষার নাম বাংলা। আমাদরে ভালোবাসায় জড়য়িে আছে অনকে নাম। রফকি, সালাম, জব্বার, বরকতসহ নাম না জানা কত সইে প্রাণ। তাঁদরেকে আমরা স্মরণ করি হৃদয় দয়ি,ে ভালোবাসা দয়ি,ে চতেনা দয়ি।ে ভাষার চতেনায় জাগ্রত হয়ে ইসলামী ব্যাংক মডেকিলে কলজে রাজশাহীর উদ্যগেে স্বাস্থ্যবিধি মেনে শহীদ দবিস ও আর্ন্তজাতকি মাতৃভাষা দবিস এক আড়ম্বর অনুষ্ঠানরে মধ্যে দয়িে পালতি হয় । মডেকিলে কলজেরে অধ্যক্ষ প্রফসের ডাঃ মোঃ আনোয়ার হাবিব এর নতেৃত্বে সকল শিক্ষক, চিকিৎসক, ও কর্মকতা-কর্মচারীদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন । পুষ্পস্তবক অর্পণ শেষে মেডিকেল কলেজে বাংলা ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী শহীদদের স্বরণে “শহীদ দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আনোয়ার হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ মামুন উর রশীদ, প্রফেসর ডাঃ মোঃ মহিবুল হাসান, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ, প্রফেসর ডাঃ অলি আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডাঃ মোঃ আনোয়ার হাবিব উপস্থিত জনতার সামনে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন । অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং উপস্থিত নতুন প্রজ¤েœর উদ্দেশ্যে বলেন দেশকে ভালবাসুন, নিজকে ভালবাসুন, মাতৃভাষাকে ভালবাসুন । ৫২ থেকে বর্তমান পর্যন্ত বাংলা ভাষার অবস্থান তুলে ধরেন এবং বাংলাভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে সর্বস্তরে বাংলাভাষা ব্যবহারের আহবান জানান । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে উপস্থিত সকলকে অনুরোধ করেন । সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।