গোমস্তাপুরে ৯ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগ \ আটক ৩
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)ঃ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নয় বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের বরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।
ধর্ষিতার পিতা ইব্রাহিম আলী জানান, ওইদিন দুপুরে অজ্ঞাত ব্যক্তিরা তার মেয়েকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বর্তমানে তার মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস জানান, বৃহস্পতিবার বিকেলে ভিকটিমের পিতা গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে। পরে পুলিশ ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত তদন্ত করে অপরাধীদের ধরা হবে বলে তিনি জানান।