নাচোল পৌর নির্বাচন পৌর আ’লীগের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর নির্বাচন উপলক্ষে ৭নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আজিমুল শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদুজোহা পলাশ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাবু।
প্রধান অতিথি বলেন আগামী ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আমরা নাচোল পৌরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব। এ লক্ষ্যে দলবল নির্বিশেষে একে অপরের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।