বাঘায় শীত বস্ত্র বিতরণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় গতকাল শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উল্লেখ্য উপজেলার কৃতি সন্তানদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা সদরে অবস্থিত প্যারাডাইস প্রি ক্যাডেট একাডেমী প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্যারাডাইস প্রি-ক্যাডেট একাডেমীর ব্যবস্থা পরিষদের পরিচালক ও বাঘা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘা থানার ওসি তদন্ত আব্দুল বারি, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজিউর রহমান প্রমুখ।