নাচোলে কোভিড- ১৯ ভ্যাকসিনের টিকা শুরু
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাস প্রতিরোধের কভিড- ১৯ ভ্যাকসিনের টিকাদান কর্মসূচির প্রথম ডোজ শুরু হয়েছে।
৭ ফেব্রুয়ারী রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুলতানা পাপিয়া।
প্রথম টিকা গ্রহণ করেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লুৎফর রহমান।
ডাক্তার সুলতানা পাপিয়া জানান, কোভিড- ১৯ ভ্যাকসিনের ৪২৭টি ভায়াল পেয়েছি। প্রতি ভায়ালে ১০জন ব্যক্তি টিকা নিতে পারবে। এ টিকার প্রথম ডোজ যারা নিবে পরবর্তী একমাস পরে পুনরায় দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। তিনি আরো জানান, ১৩০ জন ব্যক্তি অনলাইনে টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে, প্রথম দিনে ১৮ জন ব্যক্তি এই টিকার প্রথম ডোজ গ্রহণ করেন, টিকাদান ব্যক্তিরা সুস্থ রয়েছে।