গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই পর্ব অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই পর্ব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জমুকা) ঢাকা এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা বেসামরিক গেজেট যাচাই বাছাই পর্ব ও গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমূখ। উপজেলা বীরমুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২৬জন বীর মুক্তিযোদ্ধাকে বেসামরিক গেজেট যাচাই বাছাই করা হয়।