গোমস্তাপুরে জীবন বীমার মৃত্যুদাবির চেক হস্তান্তর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ জীবনবীমা কর্পোরেশনের মৃত্যু দাবির১ লক্ষ ১১ হাজার ৫ শত ৫৩ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশন রহনপুর ডি এস ইনচার্জ মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। এতে বক্তব্য দেন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। জীবন বীমা কর্পোরেশন রহনপুর শাখার ডেভলপমেন্ট অফিসার ফরহাদ আলী, গোলাম কবির, নুরুল হক, মাসহুদা খাতুন, কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বাইরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,২০১২ সালের ১৭জানুয়ারি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগম নগর গ্রামের মোশাররফ হোসেন,বছরে আট হাজার পাঁচশত ঊনষাট টাকা করে ,৮টা প্রিমিয়াম বীমা জমা দিয়ে ২০২০ সালের ৭ অক্টোবর
ইন্তেকাল করেন । জীবন বীমা কর্পোরেশন বিমাগ্রহীতার নমিনিকে ১ লক্ষ ১১ হাজার ৫ শত ৫৩ টাকার চেক তুলে দেন।