বাগমারায় তোরা ফাউন্ডেশনের কম্বল বিতরণ
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার বিভিন্ন এলাকার অসহায়, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা তোরা ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংস্থার নন্দনপুর-চিকাবাড়ীস্থ প্রধান কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তোরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম।
তোরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রভাষক দুলাল মাহমুদ, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ওমর আলী, বিশিষ্ট সমাজসেবক দুলাল হোসেন, তোরা ফাউন্ডেশনের তাহেরপুর শাখার ম্যানেজার কাউছার আলী, কেশরহাট শাখার ম্যানেজার আব্দুল বারিক ও অডিট অফিসার বুলবুল আহম্মেদ প্রমূখ।