গ্রেফতারী পরোয়ানা তামিলে জেলায় শ্রেষ্ঠ বাঘা থানা
বাঘা প্রতিনিধি : ভালো কাজের স্বীকৃতি ও সাফল্য পুরুস্কার দেয়া হচ্ছে বাংলাদেশ পুলিশ বিভাগে। এ ধারাবাহিকতা পূর্বের যে কোন সময়েরে চেয়ে বৃদ্দি পেয়েছে মহা-পরিদর্শক পরিবর্তনের পর। একই সাথে পুলিশ বিভাগে এসছে আমলুক পরিবর্তন। এদিক থেকে এবার বিভাগে শ্রেষ্ট হয়েছে রাজশাহী জেলা পুলিশ। আর জেলায় একাধিক বিষয়ে পুরস্কার পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাঘা থানা।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদককে জিরো টলার ঘোষনা সহ-উন্নত দেশের আদলে বাংলাদেশ পুলিশিং ব্যবস্থাকে বদলে দিতে তৎপর হয়েছেন বর্তমান পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি)ড.বেনজির আহাম্মেদ। এ জন্য তিনি প্রতিটি জেলায়-মামলা নিস্পত্তি,পরোয়ানা তামিল, প্রসিকেশন দাখিল, মাদক উদ্ধার, পুলিশের আচারণ ও সততা, মামলার ক্লু-উদঘাটন ইত্যাদি বিষয়ে গতিবৃদ্ধির লক্ষে পুলিশ বিভাগে নানা পুরুস্কার দেয়ার ব্যবস্থা জোরদার করেছেন।
সেই দিক নির্দেশনায় রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বি.পি.এম.বার) মহাদ্বয় বর্তমানে প্রতিটি থানা এলাকার ইউনিয়ন এবং পৌর সভায় সপ্তায় একদিন করে বিট পুলিশিং সেবা প্রদান, থানায় হেল্প ডেক্স চালু এবং অপরাধীদের দ্রুত আটক-করা সহ মানুষকে আইনি সেবা দিতে বদ্ধ পরিকল্পনা গ্রহন করেছেন। সেই পরিকল্পনা মোতাবেক এবার রাজশাহী বিভাগে সার্বিক আইন শৃংখলা এবং ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ট হয়েছেন রাজশাহী জেলা পুলিশ। আর জেলায় শ্রেষ্টত্ব অর্জন করে আবারও সফলতা অর্জন করেছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আমরা ২০২০ সালের সার্বিক মূল্যায়নে জেলায় শ্রেষ্ঠ হয়েছি। এর মধ্যে বাঘা ও চারঘাট থানা সার্কেল (এ.এস.পি) নুরে আলম স্যার সম্প্রতি একটি হত্যা মামলার ক্লু-উদঘাটন করে আসামী আটক করায় পুররুস্কৃত হয়েছেন। একই সাথে আমি বাঘা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ৪১১ টি ওয়ারেন্ট নিস্পত্তি সহ ১৬ টি সাজা ওয়ারেন্ট আসামী আটক করায় পুরুস্কার পেয়েছি।
আমার সাথে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসাবে একসঙ্গে দুটি পুরস্কার পেয়েছে থানার উপ-পরিদর্শক (এস.আই) লুৎফর রহমান এবং একটি পুরুস্কার পেয়েছে উপ-সহকারি পরিদর্শক (এ.এস.আই) আব্দুল মালেক।