বাঘায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী নয়ন গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী বাঘায় ৭ম শ্রেনী পড়া এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী নয়ন মোল্লা (১৮) কে বাঘা থানার পুলিশ ২৫ জানুয়ারি সোমবার রাতে গ্রেফতার করছে।
মামলার অভিযোগে জানা গেছে, উপজেলার চকরাজাপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে নয়ন মোল্লা (১৮) একই গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীকে প্রথমে ইপটির্জি ,এরপর বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু বিয়েতে এই মেয়ের পরিবার রাজি না থাকায় গত ২৪ ডিসেম্বর বখাটে নয়ন ঐ স্কুল ছাত্রীকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এদিকে খবর পেয়ে ঘটনার ৪ দিন পর অত্র এলাকার জহুরুল ইসলাম নামে একজন পল্লী চিকিৎসক ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাঘা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ঐ মেয়ের পিতা অভিযুক্ত নয়ন মন্ডলসহ তিন জনকে আসামী করে বাঘা থানায় ২৮ ডিসেম্ব-২০২০ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা ধর্ষণ ও অপহরণ দায়ের করেন।
এই মামলার আয়ু এস এই মামুন হোসেন জানান, আসামী নয়ন মোল্লা দীর্ঘদীন পলাতক ছিল ২৫ জানুয়ারি সোমবার রাতে পাবনা জেলার চাটমহর থানা এলাকায় আসামীর নানার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। ভিকটিমকে উদ্ধার করে রামেক হাসপাতালে ওসিসিতে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে। সর্বশেষ সোমবার রাতে আসামী নয়ন মোল্লাকে আটকের পর মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।