বাগমারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে মাড়িয়া ইউনিয়নের দাসপাড়া এলাকার অনন্তপাড়া খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে এলাকার কয়েকজন শিশু ওই খালে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে ডুবে থাকা এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের মাথার নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খালের পাশ থেকে ওই নারীর ফেলে রাখা একটি গোলাপি রংয়ের ওড়নাও পুলিশ জব্দ করেছে। পুলিশের ধারণা ওই নারীকে হত্যা করে তার লাশ কচুরিপানার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।