বাঘায় মাল্টিমিডিয়া শিক্ষক প্রশিক্ষন শুরু
বাঘা(প্রতিনিধি) প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারী) মাল্টিমিডিয়ার শিক্ষক প্রশিক্ষন বাঘা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জায়কার অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বাস্তবায়নে মাল্টিমিডিয়ার মাধ্যমিক শ্রেণি কক্ষে পাঠদানের শিক্ষকদের সক্ষমতা বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। প্রশিক্ষন কেন্দ্র গতকাল মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু পরিদর্শন করেন ও শিক্ষকদের উদ্দেশ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান সরকারের উন্নয়নমুখী নানা কর্মসূচী ও বিভিন্ন পরিকল্পনা কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম উবাইদ, সহকারী মাধ্যমিক অফিসার মাহমুদুল হাসান, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, জায়কার প্রতিনিধি আল্পনা খাতুন প্রমুখ। উল্লেখ্য প্রথম ধাপে ৩০ জন ও দ্বিতীয় ধাপে ৩০ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষন করবেন বলে জানা যায়।