ভবানীগঞ্জের ৬নং ওয়ার্ডে আব্দুল হান্নান কাউন্সিলর নির্বাচিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারার উপজেলা সদর ভবনীগঞ্জ পৌরনভা নির্বাচনে ২৮০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আব্দুল হান্নান ৬নং ওয়ার্ডে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি তার ডালিম প্রতীকে মোট ভোট পেয়েছেন ৫শ’ ৮৯ টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইনুল ইসলাম উটপাখি প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩শ’ ৯টি।
এদিকে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করায় ৬নং ওয়ার্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল হান্নান। একই সাথে সকলের সার্বিক সহযোগীতায় ওয়ার্ডবাসীর সেবা ও এলাকার সার্বিক উন্নয়নমুলক কাজ করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অপরদিকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আব্দুল হান্নান বিপুল ভোটের ব্যবধানে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাজশাহী-৪, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।