পাবনায় জালসা শুনে বাড়ি ফেরা হলো না শিশু আলীর
পাবনা প্রতিনিধিঃ জালসা শুনে বাড়ি ফেরা হলো না পাবনার ফরিদপুর উপজেলার দক্ষিণপাড়ার শিশু আলী হোসেনের (৮)। গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে জালসা শুনতে গিয়ে নিখোঁজ হয় আলী হোসেন। পরে শুক্রবার সকালে উপজেলার বড়াল নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু আলী হোসেন উপজেলার দিঘুলিয়া দক্ষিণ পাড়ার আতাউর রহমানের ছেলে। সে দিঘুলিয়া দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে রতনপুর দাবাড়িয়া পাড়া জামে মসজিদে জালসা শুনতে যাই আলী হোসেন। জালসা শেষে রাতে বাড়ি না ফেরাই স্বজনেরা খোঁজা খুঁজি শুরু করে। এক পর্যায় শুক্রবার ভোরে স্থানীয়রা বাড়ির পাশে বড়াল নদীর ডালপালার উপর একটি বস্তা দেখতে পেয়ে সেটি খুলে শিশু আলীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।
ওসি আরো জানান, শিশুটিকে হত্যার কারণ জানা যায়নি। নিহত শিশুটির কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।