ভবানীগঞ্জ পৌরসভায় কাউন্সিলর প্রার্থী হান্নানের ব্যাপক গণসংযোগ
বাগমারা থেকে আবু বাককার সুজন: আসন্ন পৌরসভা নির্বাচনে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হান্নান ব্যাপক গণসংযোগ, শোডাউন, পথসভা ও কর্মি সমাবেশের মধ্যে দিয়ে তার নির্বাচনী প্রচারনা শেষ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ৬ নং ওয়ার্ডের চাঁনপাড়া মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শেষ বারের মতো কুশল বিনিময় ও গণসংযোগ করে ভোট প্রার্থরা করেছেন। বিজয়ী হলে ৬নং ওয়ার্ডকে উন্নত ও আধুনিক মডেল ওয়ার্ডে পরিনত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সরেজমিনে পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকেই ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন ভাবনার চিত্র তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে নির্বাচনী মাঠে ব্যাপক জনসমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন জন্ম সূত্রে আওয়ামী লীগ পরিবারে সহজ-সরল মানুষ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
ব্যাপক জনসমর্থ পাওয়ার প্রেক্ষিতে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন- নির্বাচনী গণসংযোগ ও প্রচারনাকালে যেভাবে ভোটারদের সাড়া পাচ্ছি তাতে এবার আমার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। এ জন্য আমি সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া চাই।
পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন-সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজদুর রহমান, সহ-সভাপতি আফসার আলী ও কৃষি বিষয়ক সম্পাদক কোরবান আলী বলেন, তৃণমূলসহ সর্বস্তরের মানুষ এবার আব্দুল হান্নানকে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে দেখতে চান। কারণ রাজনৈতিক জীবনে আব্দুল হান্নান একজন নিরঅহংকারী এবং সহজ-সরল সাদা মনের মানুষ। এদিকে চাঁনপাড়া মহল্লার বাসিন্দা আবুল কালাম আজাদ, আহম্মদ আলী, শহিদুল ইসলাম, ফরিদ উদ্দিন, মকলেছুর রহমান, শাহজাহান আলী ও মিজানুন রহমানসহ প্রায় শতাধিক ভোটার জানান, এলাকার উন্নয়নের স্বার্থে এবং একজন ভালো মানুষ বলেই দলমত নির্বিশেষে এবার আমরা সবাই মিলে হান্নান ভাইকেই ভোট দিবো।
বিজয়ী হলে ভবিষ্যৎ কর্ম-পরিকল্লনা প্রসঙ্গে আব্দুল হান্নান বলেন- আমি কাউন্সিলর নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ৬নং ওয়ার্ডকে সন্ত্রাস, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এছাড়া শিক্ষিত ও দক্ষ সমাজ প্রতিষ্ঠা করে আধুনিক মডেল ও উন্নত ওয়ার্ডে পরিনত করাই হবে আমার প্রধান কাজ।