দুর্গাপুর পৌর নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির প্রস্তুতি সভা
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির ভার:প্রাপ্ত আহব্বায়ক অশোক কুমার রাজ, সদস্য সচিব ইকবাল হোসেন, দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক হুমায়ন কবির, দুর্গাপুর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আতাউর রহমান, ঝাঁলুকা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মনজেল আলী প্রমুখ। সভাটি পরিচালনায় ছিলেন, জাতীয় পার্টির কর্মি কাদেরী কিবরিয়া।