গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খান, গোমস্তাপুর ভিলেজ ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপক খুরশেদ আলম,চকপুস্তম
এ,ইউ শিশু সনদ(ইয়াতিম) খানার পরিচালক শহিদুল ইসলাম প্রমূখ। পরে সেবাগ্রহীতাদের মধ্যে ৬ জনকে হুইল চেয়ার, ১ জনকে হিয়ারিং এইড ও ১ জনকে স্মার্ট সাদা ছড়ি এবং ৩ জন অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতার বই বিতরণ করা হয়।