রহনপুরে নৌকার মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসকে সংবর্ধণা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ আগামী ৩০ জানুয়ারি রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাসকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। সোমবার সকালে রহনপুরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন রহনপুর পৌর আওয়ামীলীগ।
এর আগে ঢাকা থেকে রহনপুরে আসার সময় আগত নেতাকর্মীরা গোমস্তাপুর থেকে মোটরসাইকেল শোডাউন দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যায়। সেখানে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে বক্তব্য রাখেন, রাব্বানী বিশ্বাসের বড় ভাই সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ,পৌর যুবলীগের সভাপতি রাশিদুল হক, যুগ্মসাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর প্রমূখ। পরে তার পিতা মরহুম আব্দুল খালেক বিশ্বাসের কবর জিয়ারত করা হয়।