সোনার বার ছিনতাই রহস্য উদঘাটন এবং মূলহোতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীতে ১৭টি স্বর্ণের বার সহ একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার ওজন ১৭০ ভরি। গ্রেপ্তারকৃত ব্যক্তি নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর গ্রামের দ্বীনেশ ধর এর ছেলে দ্বিজেন ধর। শনিবার অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
এরআগে আসামীর ভাই বাদী ১৭০ ভরি স্বর্ণসহ ২টি মোবাইল ও নগদ ৩হাজার ৫শো টাকা ছিনতাইয়ের অভিযোগ করে মহানগরীল বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ বাদীর মেজ ভাই আসামী দ্বীনেশ ধরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন। এরপর পুলিশ তার বাড়ী থেকে স্বর্ণের বারগুলি উদ্ধার করে। যার আনুমানিক মুল্য এককোটি বার লক্ষ একাত্তর হাজার টাকা।