রহনপুর পৌর মেয়র প্রার্থী গোলাম রাব্বানী বিশাল মোটরসাইকেল শোডাউন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন রহনপুর পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাসের পক্ষে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মোটর সাইকেল শোডাউন বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা মঈনউদ্দিন, হাবিবুল্লাহ বিশ্বাস,পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোমিন বিশ্বাস,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ আলীসহ আওয়ামীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা।