রহনপুরে কম্বল বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অসহায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন।
শুক্রবার বিকেলে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এসভ্যানটেক্স এশিয়া লিমিডেটের কান্ট্রি ডিরেক্টর ফেরদৌস ইসলামের তত্ত্বাবধানে এ কম্বলগুলো বিতরণ করা হয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই-খুদা পলাশ ও গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান,রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড.খলিলুর রহমান,রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল মালেক,এস ভ্যানটেক্সের কোয়ালিটি এন্ড প্রোডাকশন ম্যানেজার তোফাজ্জুল হোসেন রায়হান, টেকনিক্যাল ডিপার্টমেন্টের আঃগফুর রনি,আইটি ম্যানেজার ওলিউর রহমান মাসুদ। এ সময় অসহায় দুঃস্থ ও শীতার্তদের ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়।