বাঘায় ৪৩ প্রার্থীর মধ্যে মেয়র পদে এক জনের মনোনয়ন বাতিল
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২২ডিসেম্বর)মনোনয়ন পত্র যাচাই-বাচাই অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ মেয়র সহ মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে মেয়র পদে এক জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম জানান, আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেয়ার শেষদিন ২০ ডিসেম্বর রবিবার ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং নারী কাউন্সিলর পদে ১০ জন।
মেয়র পদে ৪ জনের মধ্যে বিএনপির একক প্রার্থী তোজাম্মেল হক। অপর দিকে সরকারি দলের পক্ষে শাহিদুজ্জামান সাইদকে দলীয় মনোনয়ন দেয়া হলেও তার বিপক্ষে বর্তমান মেয়র মুক্তার আলী ও তরুণ ছাত্রলীগ নেতা রিবন আহম্মেদ বাপ্পী বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন।
এদের মধ্যে ২২ ডিসেম্বর যাচাই-বাচায়ে মেয়র পদে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে রিবন আহাম্মেদ বাপ্পীর সমর্থন সুচক ভোটার যাচাই-বাছাই এ ত্রুটি থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে অপর বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী সহ সকল কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বহাল রয়েছে।
এ প্রসঙ্গে রিবন আহম্মেদ বাপ্পীর কাছে জানতে চাইলে তিনি আগামি তিন দিনের মধ্যে এ বিষয়ে আপিল করবেন বলে জানান।