ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী সদর উদ্দীনের মনোনয়নপত্র দাখিল
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: আসন্ন পৌর নির্বাচনে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সদর উদ্দীন মৃধা তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল রোববার বিকেলে বাগমারা উপজেলা নির্বাচনী অফিসার দুলাল হোসেনের হাতে কাউন্সিলর প্রার্থী সদর উদ্দীন মৃধা তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তার কর্মী-সমর্থক সামসুল হক, মোয়াজ্জেম হোসেন, জহুরুল ইসলাম, আব্দুল করিম, শরিফুল ইসলাম, আতাব আলী, আব্দুল কুদ্দস, আব্দুল নফেল, রফিকুল ইসলাম, রেজাউল করিম ও আব্দুল মালেকসহ আরো অনেকে।