বিএনপির দলীয় প্রার্থীকে অবাঞ্চিত ঘোষনা করলেন বিদ্রোহী প্রার্থী !
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় প্রার্থী তোজাম্মেল হককে অবাঞ্চিত ঘোষনা করে বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামকে দলীয় প্রার্থী করার আহ্বান জনিয়েছেন পৌর বিএনপির অসংখ্য নেতাকর্মী। শনিবার বিকেলে এক প্রতিবাদ সভার মাধ্যমে তারা এ ঘোষনা দেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় আড়ানী মাধ্যমিক ও কারিগরি স্কুলের হল রুমে প্রতিবাদ সভার আয়োজন করেন আড়ানী পৌর বিএনপি। এ সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। সভায় তৃণ মুলের মতামত উপেক্ষ করে দলীয় মনোনয়ন দেয়ার অভিযোগ তুলে ঝাঁঝালো বক্তব্য রাখেন নজরুল ইসলাম। তিনি বলেন, এবার কেন্দ্র থেকে নির্দেশ ছিল তৃণমুলের মতামত নিয়ে জেলা বিএনপি প্রার্থী চুড়ান্ত করবেন। এদিক থেকে বর্তমান জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বিপুল অর্থের বিনিময়ে তোজাম্মেল হককে দলীয় মনোনয়ন দিয়েছে।
এদিকে নজরুল ইসলামের বক্তব্য শেষে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদ হোসেন,৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওহিদুর রহমান নান্টু, ৯ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। তাঁরা তোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে নেতা দলের কেন্দ্রীয় নির্দেশনার সাথে সম্পৃক্ত থাকে না এবং স্থানীয় নেতাদের সাথে যোগযোগ করে না সে কিভাবে দলীয় মনোনয়ন পাই এটা আমাদের বোধগম্য নহে।
বক্তারা তৃনমুলের মতামত না নিয়ে দলীয় প্রাথী ঘোষনা করার অভিযোগ এনে বিএনপি মেনোনীত প্রার্থী তোজাম্মেল হককে অবাঞ্চিত ঘোষনা করেন এবং নজরুল ইসলামকে বিদ্রোহী প্রার্থী হওয়ার আহবান জানান। আবার অনেকেই বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করে তৃণমুলের নেতাকর্মীর সমর্থিত নেতা নজরুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবি জানান।