নাচোলে পৌরসভার পানিশাখার ভবন নির্মাণ কাজের উদ্বোধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভার ওয়াটার সুপার প্রধানের বিল্ডিং কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১২ডিসেম্বর শনিবার নাচোল পৌরসভা চত্বরে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পানি শাখার প্রধান কার্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী এবং ওয়ার্ড কাউন্সিলরগন।
পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান জানান, বাংলাদেশ মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ৩০টি পৌরসভার মধ্যে নাচোল পৌরসভায় জনস্বাস্থ্য ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি প্যাকেজের মাধ্যমে উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন করা হবে। প্যাকেজের অংশ হিসেবে রয়েছে ৩টি উৎপাদক নলকূপ স্থাপন, ৩টি পরীক্ষামূলক নলকূপ, পাম্প হাউজ, বৈদ্যুতিক লাইন, বাউন্ডারি ওয়াল এবং ওয়াটার সুপার প্রধানের কার্যালয় নির্মাণ।