নাচোলে ডিজিটাল দিবস পালিত
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
এ লক্ষ্যে ১২ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা আল-গালিব। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।