নাচোলে রাসায়নিকসার ব্যবসায়ীকে কারাদণ্ড
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়নিক সার মজুদ রাখার দায়ে খুচরা সার ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাচোল উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ জানান, ১০ ডিসেম্বর দিবাগত রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কৃষি অফিসের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল রাজবাড়ী হাট এলাকায় খুচরা ব্যবসায়ী মেসার্স মারুফ ট্রেডার্স প্রোপাইটার শফিকুল ইসলাম স্বপনের দোকানে অভিযান চালিয়ে অনিয়ম ভাবে অতিরিক্ত রাসায়নিক সার মজুদ রাখার দায়ে শফিকুল ইসলাম স্বপনকে আটক করে এবং তার গোডাউন থেকে ১হাজার ৪শ’ ৮৫বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
আটককৃত শফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।