নাচোলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রাণ শাখা থেকে বরাদ্দকৃত ৩৬০টি কম্বল হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ৮ডিসেম্বর মঙ্গলবার উপজেলার কসবা ইউনিয়নের ৩৬০জন হত দরিদ্র শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কসবা ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান জানান, নাচোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রাণ শাখা থেকে বরাদ্দকৃত কম্বল ইউনিয়নের তালিকা ভক্ত ৩৬০জন হত দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও সচিব রাকিব আলী।