গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর সাথে স্থানীয় জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোয়ালিয়া ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান শুকুর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)দিলীপ কুমার দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, গোমস্তাপুর থানার সহকারী উপপরিদর্শক জয়নাল,ইউপি সদস্য আলতানুর বেগম,কালুপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালেহ উদ্দিন বাবলু, ছাত্রলীগ নেতা রায়হানুল ইসলাম
প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি ওসি দিলীপ কুমার দাস।