আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে বাঘায় মানব বন্ধন অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে ৭ নভেম্বর সোমবার রাজশাহীর বাঘায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলার মনিগ্রাম ইউপির ভানুকর স্বনির্ভর পল্লী সমাজের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে এ মানব বন্ধন আয়োজন করা হয়। এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন মনিগ্রাম আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। স্কুল শিক্ষক রফিকুল ইসলাম, সমাজ সেবক মোন্তাজ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন, ব্র্যাক কর্মসূচি সংগঠক জান্নাতুল ফেরদৌস সহ পল্লী সমাজের কমিটির সকল সদস্য ও এলাকার শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।