রহনপুরে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তরের উদ্বোধন
গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্
রোববার সকালে হাফেজিয়া মাদ্রাসা’প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী।
মেসার্স নজরুল অটো রাইস মিলের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী, জেলা পরিষদ সদস্য কবির আহমদ খাঁন , রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম,বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পুলিশের উপ পরিদর্শক ইসমাইল হোসেন ও সেক্রেটারি তাজামুল হক,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রভাষক আব্দুর রশিদ, ভোলাহাট সংবাদের সম্পাদক কবির আহমেদ,
প্রতিষ্ঠানের মুফতি মাওলানা মোহাম্মদ সেলিম আহমেদ,ভোলাহাটের মাওলানা কাবিরুল ইসলাম প্রমূখ। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।