নার চাটমোহরে দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু
পাবনা প্রতিনিধিঃ করোনাকালীন ঘরে বসে শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে পাবনার চাটমোহরের শুরু হয়েছে দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনী।
সৃজনশীল চিত্র শিক্ষালয় ‘চিত্রগৃহ চাটমোহর’ এর আয়োজনে সোমবার সকালে চাটমোহর উপজেলা সদরের মাস্টারপাড়ায় চিত্রগৃহ কার্যালয়ে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন। চিত্রগৃহ’র ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, জনতা ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আহসান হাবীব, প্রবীণ শিক্ষক অলোক কুমার কুন্ডু, বিজয় ভৌমিক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শনীর ছবি ঘুরে দেখেন।
প্রদর্শনীতে শতাধিক কোমলমতী শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন বিষয় ভিত্তিক ছয় শতাধিক ছবি স্থান পেয়েছে। পুরো আয়োজনে সমন্বয় করেছেন চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক ও বিশিষ্ট অংকন শিক্ষক মানিক দাস।