রহনপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মতি খানের গণসংযোগ অব্যাহত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁন মতি গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার বিকেলে রহনপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে নৌকার ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি নিজস্ব কিছু লিফলেট বিতরণ এবং শীত মৌসুমে করোনা ভাইরাস প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। গণসংযোগকালে স্বানীয় জনসাধারণ ও আওয়ামীলীগেরর বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।