দুর্গাপুর একবছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে চেক ডিজঅনার মামলায় জমিস উদ্দিন (৩৪) নামে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আমজাদ হোসেনেরে ছেলে।
দুর্গাপুর থানার এএসআই আজমল হোসেন জানান, গ্রেপ্তার জসিম চেক প্রদান করে লোন নিয়ে ছিলেন। পরে ওই চেকের টাকা যথাসময়ে পরিশোধ না করায় জসিমের বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা হয়। মামলা চলাকালীন সময়ে দোষী সাব্যস্ত হওয়ায় জসিমের এক বছরের সাজা হয়। তবে রায়ের পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।