বাঘায় ইয়াবাসহ একজন গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘার হরিরামপুর মোড় থেকে ১০০ পিস ইয়াবাসহ মিন্টু হোসেন (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
বাঘা থানার এস আই আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯ টার দিকে বাঘা উপজেলার হরিরামপুর মোড় এলাকায় থেকে ১০০ পিস ইয়াবা ও একটি ডাইন মোটর সাইকেলসহ মিন্টু হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানা, বাঘা সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে বাঘার দিকে যাচ্ছিল মিন্টু। খবর পেয়ে সঙ্গী ফোর্স সঙ্গে নিয়ে হরিরামপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার মটর সাইকেল তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ওই মাদক ব্যবসায়ী নামে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ ধারা মোতাবেক মামলা হয়। মামলা নং-৯ তারিখ-২৩-১১-২০২০ ইং, তার নামে বাঘা থানায় আরো মামলা রয়েছে। গতকাল মঙ্গল মাদক ব্যাবসায়ী মিন্টুকে রাজশাহী কোর্ট হাজ্জতে প্রেরণ করা হয়েছে।