সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পোতাজিয়া গ্রামের মোহাম্মদ শেখের পুত্র মামুন শেখের সাথে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আশরাফুল ইসলামের কন্যা আঁখি খাতুনের প্রায় ৩ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঘরে ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্বামী মামুন শেখের সাথে সম্পর্ক ভাল যাচ্ছিল না আঁখির। এর জের ধরেই আঁখি আত্মহত্যা করেছে বলে দাবী স্বামী পক্ষের লোকদের। অপরদিকে আঁখির বাবা মায়ের দাবী পারিবারিক কলহের জের ধরেই তাদের মেয়ে আঁখিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ জানান,খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে পৌছে লাশ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান ওসি।