নাচোলে ফায়ার সার্ভিসের উদ্ধার মহড়া
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফায়ার সার্ভিস সপ্তাহ/২০২০ উপলক্ষে উদ্ধার অভিযানের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২১নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে নাচোল বাসস্ট্যান্ডে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় সড়ক দুর্ঘটনায় যানবাহনের নিচে আটকা পড়া মানুষকে উদ্ধারের লক্ষ্যে হাইড্রোলিক প্রেডার যন্ত্রের মাধ্যমে উদ্ধার কৌশল দেখানো হয়। এ মহড়ায় অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহিম আলী সহ তার দলবল, নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি আবদুস সাত্তার এবং স্থানীয়রা।