গোমস্তাপুরে সার ব্যবসায়ীকে জরিমানা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাকে এ অর্থ দন্ড প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন জানান,রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজারের বিএডিসি সার ডিলার মতিউর রহমানে বিরুদ্ধে ডিএপি সারের সরকারি মূল্য আট শত টাকার স্থলে সাড়ে নয় শত টাকা নেয়ার কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পেলে তাকে দশ হাজার টাকা জরিমানা করে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড পূনরায় করলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলে তাকে সতর্ক করা হয়।