বাঘায় মন্ত্রী কাপ পিংপং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সবুজ বাংলা ৫২ একাদশ চ্যাম্পিয়ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘায় মন্ত্রী কাপ পিংপং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে সোনার তরী ৭১ এর আয়োজনে মন্ত্রী কাপ পিংপং ক্রিকেটের ফাইনাল খেলায় সবুজ বাংলা ৫২ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি বাঘা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।বিশেষ অতিথি বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা বাঘা উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগ সভাপতি কামরুল হাসান জুয়েল, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক সোনার তরী ৭১ সভাপতি ও সাবেক বাঘা উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, সোনার তরী ৭১ সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
ফাইনাল খেলায় যে দুইটি অংশ গ্রহন তারা হলেন সবুজ বাংলা ৫২ ক্রিকেট একাদশ বনাম শাহদৌলা ক্রিকেট একাদশ। টসে জিতে সবুজ বাংলা ৫২ ক্রিকেট একাদশ নির্ধারিত ১২ ওভার খেলায় ১উইকেটে ১৮৬ রান করেন। দলের পক্ষে মাইনুল ইসলাম মুক্তা ৮৮ও সেতু ৮৮ রান করেন। শাহদৌলা ক্রিকেট একাদশ ১২ ওভারে কোন উইকেট না হারিয়ে আতিক মাহমুদ ১৭৯ রান করে ৭ রানে পরাজিত হয়। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন শাহদৌলা ক্রিকেট খেলোয়ার আতিক মাহমুদ তার হাতে পুরুস্কার প্রদান করেন অতিথি বন্দ। খেলা শেষে অতিথি বৃন্দ উভয় দলের মাঝে পুরুস্কার প্রদান করেন। ধারা বিবরনীতে ছিলেন বিপ্লব কুমার রায়।