বাগমারায় তারেক রহমানের জন্ম বার্ষিকী পালিত
বাগামারা প্রতিনিধিঃ বাগমারা উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে প্রথমে কেক কাটা হয়। এরপর দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা যুবদলের যুগ্ন সম্পাদক শাহাদৎ হোসেন, ভবানিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক মামুনুর রশীদ মামুন, জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাল, যুগ্ন সম্পাদক মানিক, যুবদলের জেলা কমিটির সদস্য জাফরুল ইসলাম, বজলুর রহমান, রুস্তম আলী, জাহাঙ্গীর আলম, স্থানীয় যুবদল নেতা সাইদুর রহমান, আমজাদ হোসেন, ওহাব আলী, আব্দুস সালাম, রাশেদুল হক, হাসান আলী, আব্দুর রহিম, আসাদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।