পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধিঃ প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্থুতি দূর্যোগ মোকাবেলায় আনবে গতি। এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে পাবনা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি যান্ত্রিক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়। সেখানে দূর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন যন্ত্র প্রদর্শন করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনার সহকারী পরিচালক দুলাল মিয়া, সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভি, আনোয়ার হোসেনসহ অনেকে। ১৯ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শেষ হবে আগামী ২১ নভেম্বর শনিবার।