চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর-বারিকবাজারে একটি চাল ভরা মানব-হোলার
রাস্তার ধারে খাদে ডুবে ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- এরফান আলীর ছেলে বাবু, শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক, তাজেমুলের ছেলে মিঠুন, কাবিল
উদ্দিনের ছেলে করিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও আতাউর রহমান ছেলে।
শাহবাজপুর এলাকার রেহমানের।
সকাল সাড়ে ৪ টার দিকে দুর্ঘটনাটি ঘটে যখন ১২ জন কৃষককে নিয়ে ওই অঞ্চলের ভাঙ্গা ব্রিজের নিকটে খাদে
ডুবে পড়ে ঘটনাস্থলেই নিহত সাতজন এবং পাঁচ জন আহত হন বলে জানান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ফরিদ হোসেন।