সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় দু’হোন্ডা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে ১জন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধা সাতটার দিকে বেলকুচি-এনায়েতপুর সড়কের সুবর্নসাড়ায় দুর্ঘটনা ঘটে। এনায়েতপুর হাসপাতালগামী শাহজাদপুরের সবুজবাংলা নামের বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ওই দু’জন নিহত হন। নিহতরা হলেন বেলকুচির শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২২) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৩)। গুরতর আহত ফরহাদ হোসেন (২৮) নামে তাদের অপর সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রা এনায়েতপুর হাসপাতালে পাঠিয়েছেন।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, উশৃঙ্খল তিন যুবক বেপরোয়া রেস খেলতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দু’জন প্রান হারান। পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে। বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়েছে।