রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অভিযানে ১৮ জন দালাল আটক
নিজস্ব প্রতিবেদকঃরাজশহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮ জন নারী-পুরুষ দালাল আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্চে, আরিফ শেখ (৫০), প্রসাদ কুমার দাস (২৫), শামসুজ্জোহা ভুট্টু (৪০), নাইম হোসেন (৩২), শফিউল ইসলাম (২৫), রফিকুল ইসলাম বাবু (৩৭), মোটাস-সিম ইসলাম রুপক(২৬), তুহিন(৫০),সেলিম রেজা জনি (৩০), দেলোয়ার হোসেন টনি(২৮), রুবেল রানা(৩৫), মুকুল হোসেন(৩৮), মুসলিমা বেগম(৩৬), পেয়ারা বেগম(৩০), পলি বেগম(৩৫), এনামুল হোসেন(৩০), রবিউল আওয়াল(২৮), সুমন কুমার তলাপাত্র(৩২),
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস