রাজশাহীতে অভিনব কায়দায় ফেন্সিডিলসহ বহনকালে ৫১০ বোতলসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন আমচত্তর এলাকা থেকে মিনি পিকআপ এর মধ্যে ৭৫ টি আম গাছের চারার নিচে ০৫ টি বস্তা ভর্তি ধানের ভিতর অভিনব কায়দায় পলিথিনের কেইস এ রক্ষিত সর্বমোট-৫১০ ফেন্সিডিলসহ একজনজে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। আজ বিকাল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যক্তি মহনাগরী চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মোক্তার আলীর ছেলে, আব্দুল রাজ্জাক (৩০)। এ ব্যাপারে মহানগরীর শাহমখদুম থানায় একটি মামলা হয়েছে বলে এক বিবুতিতে জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।